সুমন পালঃ নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮ নভেম্বর। সেই নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। যার মধ্যে একটি হলো নির্বাচনী আচরণ বিধি। প্রত্যেকটি প্রার্থীকে অবশ্যই নির্বাচনী আচরণ বিধি মেনে নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে হবে। নির্বাচনী আচরণ বিধি সঠিক ভাবে পালন করা হচ্ছে কি না তা পর্যবেক্ষণের জন্য আজ ২১ নভেম্বর রবিবার সন্ধ্যা ৭টায় নরসিংদী জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনায় নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্যাট আমিনুল ইসলাম এর নেতৃত্বে আমদিয়া ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ডে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নির্বাচনী আচরণ বিধিমালা লংঘনের দায়ে আমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ ইবনে রহিজ (মিঠু) কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অপরদিকে আমদিয়া ইউনিয়নের আরেক মেম্বার পদপ্রার্থী (মোরগ প্রতীক) কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে অন্যান্য প্রার্থীদের সতর্ক করা হয়। নরসিংদী জেলা প্রশাসন ইউনিয়ন নির্বাচন নিয়ে কঠোর অবস্থানে রয়েছে। এসময় পুলিশ সদস্য ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি সদস্যরা সর্বাত্মক সহযোগিতা করেন।
##
সুমন পাল
মাধবদী