1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদী সতী প্রসন্ন স্কুল সুপার মার্কেটের দোকান ও ফ্ল্যাট মালিকদের মতবিনিময় সভা মাধবদীতে সৌজন্য সাক্ষাতে খায়রুল কবির খোকন মাধবদীতে ১২লক্ষ টাকার মাদক সহ দুই জন আটক ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পাশে দাঁড়ানোর আশ্বাস মাধবদীতে অটোসহ নিখোঁজের ১৮ দিনেও রমজানের সন্ধান পায়নি পরিবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সাবেক মেয়র হাজী মোহাম্মদ ইলিয়াছ কিশোর কলি যুব সংঘের আয়োজনে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট জামিন চাইতে গিয়ে হত্যা মামলার তিন আসামী আটক জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন মাধবদীতে মরহুম আব্দুল করিম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নরসিংদীতে পূর্ব শত্রুতার জেড় ॥ পরিবারের দাবি ছেলে গুলিবিদ্ধ॥ বাবা আহত

  • আপডেট সময়: শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৩২০ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলার নুরালাপুরে পূর্ব শত্রুতার জেড়ধরে প্রতিপক্ষের হামলায় মেহেদী হাসান পিয়াল (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ উঠেছে। আর হামলায় আহত হয়েছেন গুলিবিদ্ধ যুবক পিয়ালের বাবা হারুন মিয়া (হারুন মেম্বার)।
শনিবার (২২ জানুয়ারী) বিকেলে নুরালাপুর ইউনিয়নের মাটিয়ালকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আহত হারুন মিয়া জানান, স্থানীয় ঈদগাহ ও কবরস্থান নিয়ে ২০১৭ সালে একই ইউনিয়নের মাটিয়ালকান্দা ও সামতলী গ্রামের মধ্যে একটি সংর্ঘের ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে সামতলী গ্রামবাসীর পক্ষে আফজল হোসেন মাটিয়ালকান্দা গ্রামের ১৯জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। অপরদিকে মাটিয়ালকান্দা গ্রামের পক্ষে নুরু মিয়া বাদি হয়ে সামতলী গ্রামের কয়েকজনকে আসামী করেও একটি মামলা দায়ের করা হয়। সম্প্রতি স্থানীয় নুরালাপুর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম ফয়সাল উপস্থিত থেকে দুই গ্রামের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বিষয়টি মিমাংসা করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাটিয়ালকান্দা গ্রামের নজুমুদ্দীন ভূইয়ার ছেলে নাসির উদ্দিন ভূইয়া, একাব্বর ভূইয়া, তার ছেলে সুমন ভূইয়া, সুজন ভূইয়া ও সাদেক ভূইয়ার ছেলে হিমেল ভূইয়াসহ ১০/১৫ জন পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালায়। এসময় সুমন ভূইয়ার পিস্তলের গুলিতে ছেলে মেহেদী হাসান পিয়াল (২৫) গুলিবিদ্ধ হয়। হামলায় আহত হন পিয়ালের বাবা হারুন মিয়াও। হামলার পর আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় লোকজন তাদের ধরাধরি করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক ডা: আশাদ আব্দুল্লাহ খান জানান, এমন একটি ঘটনার দুজন রোগী নরসিংদী সদর হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে হাসপাতালের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরবর্তীতে মেহেদী হাসান পিয়ালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দুজ্জামান সদর হাসপাতালে আহতদের সাথে কথা বলে ঘটনার খোজখবর নেন। এঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানান ওসি সৈয়দুজ্জামান।
#

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.