রেজাউল করিম:-
শনিবার গভীর রাতে মাধবদী পৌর এলাকার 4 নং ওয়ার্ডে শহর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাসুম পারভেজ বসত ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে মাসুম পারভেজ জানায় আমার ঘরের একটি রুমে বোঝাই করা আমার ব্যবসায়িক গোডাউন হিসেবে টেক্সটাইলের সুতা রাখা ছিল আমার ঘরের বৈদ্যুতিক সিস্টেম সর্বদাই বন্ধ রাখি তাই বৈদ্যুতিক শটে আগুন লাগার সম্ভাবনা নেইএবং রুমের জানালা খোলা ছিল এই সুযোগে কে বা কারা জানলা দিয়ে গোডাউনে আগুন ধরিয়ে দেয় পাশের ঘর পুড়ে যখন আমার ঘরে আগুন আসে তখন আমি ঘুম থেকে জাগি আল্লাহর রহমতে আমার পরিবার নিয়ে কোন রকম ঘর থেকে বের হতে পাড়ি। গ্রামবাসীর সহযোগিতায় এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ২ ঘন্টা পরিশ্রমের মাধ্যমে আগুন নেভানো সম্ভব হয় এতে করে আমার ব্যাবসায়িক মালামাল ও বসত বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।