নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন চ্যানেল আই এর জেলা প্রতিনিধি সুমন রায় ও যমুনা টিভির ক্যামেরাপার্সন ইসমাইল মিয়া। এসময় আহত হয়েছেন আরো ২০ ব্যক্তি।
বুধবার (১৮ আগষ্ট) দুপুরে মনোহরদীতে স্বেচ্ছাসেবক দলের অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে গিয়ে হামরার শিকার হয় তারা।
এসময় হামলার ছবি তোলায় ক্যামেরা ছিনিয়ে নিয়ে হামলাকারীরা ভাংচুরের ঘটনাও ঘটিয়েছে বলে অবিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে মনোহরদীর স্থানীয় একটি রেস্টুরেন্টে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলের উপস্থিতিতে করোনা রোগিদের জন্য হেল্প সেন্টার উদ্বোধন অনুষ্ঠান চলছিল। এসময় অনুষ্ঠানের শেষ মুহুর্তে কয়েকজন দৃবর্ৃৃত্ত লোহার রড ও বাশ দিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় সাংবাদিকসহ স্বেচ্চাসেবক দলের ১৫/১৬ নেতাকর্মী আহত হয়।
হামলার সময় ছবি তোলার পর সাংবাদিক পরিচয় দিলে তাদের কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে ক্যামেরা ভাংচুরে বাধা দিতে গেলে চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি সুমন রায়, যমুনা টিভির ক্যামেরাপার্সন ইসমাইল মিয়াকেও বেধরক মারধোর করে। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, স্বেচ্ছাসেবক দলের আয়োজন সম্পর্কে পুলিশ অবগত ছিল না। তবে অতর্কিত হামলায় দুজন সাংবাদিক আহতের ঘটনা শুনেছি। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। ঘটনার সম্পর্কে বিস্তারিত জেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
হামলায় আহত সাংবাদিক ও স্বেচ্ছাসেববদলের নেতা আব্দুল কাদির ভূইয়া জুয়েল অবিযোগ করেন, হামলাকারীরা উপজেলা ছাত্রলীগের সক্রিয় নেতাকর্মী। তারাই পরিকল্পিতভাবে এই হামলা করেছে।