হাজী ওবায়দুল্লাহ মীরকে সভাপতি আব্দুল কুদ্দুস কে সাধারণ সম্পাদক করে আত্মীয়তার বন্ধন এর কমিটি গঠন করা হয়েছে।
গত ৭ আগস্ট রোজ শনিবার ২০২১ ইং একটি নৌকা ভ্রমণের মাধ্যমে আসর নামাজের পর ৬১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয় । উল্লেখ্য যে, এই কমিটি গত এক বছর আগে হাজী আব্দুল হাকিম নকীবকে সভাপতি ও হাজী মোহাম্মদ ওবায়দুল্লাহ মীরকে সাধারণ সম্পাদক করে একটি নৌকা ভ্রমণের মধ্য দিয়ে এর শুভযাত্রা শুরু হয়েছিল। এটি মাধবদীতে অবস্থানকারী আত্মীয় স্বজনদেরকে নিয়ে গঠিত হয়েছে।
আত্মীয়তা বন্ধনের সভাপতি আব্দুল হাকিম তার বসবাসের অবস্থান পরিবর্তন করেন,যার ফলে নতুন করে সভাপতি নির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে,তারপর সবার মতামতের উপর ভিত্তিকরে সভাপতি ও সেক্রেটারি নির্বাচন করা হয়।
এটি একটি সামাজিক সংগঠন,এই কমিটির উদ্দেশ্য হলো কিভাবে আত্মীয় স্বজনের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করা যায়। একে অপরের সুখ-দুঃখ কষ্টের ভাগাভাগি করে নেওয়া এবং আত্মীয় স্বজনের মধ্যে একে অপরের সাহায্য সহযোগিতা করা। কিভাবে মাধবদীতে অবস্থানকারী সমস্ত আত্মীয়-স্বজনকে নিয়ে একত্রে বসবাস করা যায় সেই চেষ্টা করা। এবং আত্মীয় স্বজনের একে অপরের বিপদে এগিয়ে আসা।
আত্মীয়তার বন্ধন এর সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস বলেন,অচিরেই আমরা আত্মীয়তার বন্ধনের আত্মীয়-স্বজনকে নিয়ে সমাজের গরিব-দুঃখী মানুষদের পাশে দাঁড়াবো,এবং সাহায্য ও সহযোগিতায় এগিয়ে আসবো ইনশাআল্লাহ।