ভ্রাম্যমান সংবাদ দাতা: মাধবদীর কান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় বালু বহনকারী ট্রাক ও মাঝারি ধরনের যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও প্রায় ১০ জন আহত হবার খবর পাওয়া গেছে।
শনিবার(৭ আগষ্ট) দুপুর ২ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। এতে আহতদের চিকিৎসার জন্য আশপাশের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে এলাকাবাসী। তবে,অনেকের অবস্থা আশক্খা জনক বলে জানায় এলাকাবাসী।
আহতদের উদ্ধারে অংশ নেয়া মোঃ কাজেম মিয়া জানায়, ঘটনার সময় ঢাকার দিক থেকে আগত একটি বালুর ট্রাক নরসিংদীর দিকে যাবার পথে কান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মাঝারি ধরনের যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ বাঁধলে এ দূর্ঘটনাটি ঘটে। এ সময় যাত্রীবাহী ট্রাকটি প্রায় ১৬ জন যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল।
আহতদের মধ্যে ৭/৮ বছর বয়সী একজন ছেলে শিশূ রয়েছে। শিশুটি জানায় তাদের তাদের বাড়ী কিশোরগঞ্জর নিকলীতে। এবং নিহত ব্যক্তি সম্পর্কে তার বাবা।
এদিকে দূর্ঘটনার খবর পেয়ে মাধবদী থানাপুলিশ এসে লাশ উদ্ধার করে।