নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলখানা মোড় মেজবান রেষ্টুরেন্ট এর সামনে ‘মেহমানখানায়’ আপ্যায়িত হয়ে মুখে হাসি ফুটল সমাজের সুবিধাবঞ্চিত আড়াই শতাধিক অনাহারীর।
নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল পারভেজ এর উদ্যোগে গতকাল মঙ্গলবার থেকে এ আপ্যায়ন কার্যক্রম শুরু হয়। এর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী মোর্শেদ। আজ ছিলো এর দ্বিতীয় দিন। এতে উপস্থিত ছিলেন নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার ফারুক সরকার, মোতাহার হোসেন মৃধা, রহমান মৃধা, শফিকুল ইসলাম স্বপন প্রমূখ।
প্রতিদিন যোহরের আজান দেয়ার সাথেসাথে মেহমানখানায় অনাহারীদের সমাগম শুরু হয়। চলে বিকাল ৩টা পর্যন্ত। চেয়ার টেবিলে বসে আয়েশ করে খাওয়া শেষে হাসিমুখে ফিরে যান তারা।
উদ্যোক্তা মোঃ মাজহারুল পারভেজ জানান, করোনা মহামারীতে পথেঘাটে ঘুরে বেড়ানো ছিন্নমূল অর্ধাহারী, অনাহারী মানুষদের কথা বিবেচনা করে অধ্যাপক মহসিন শিকদার ও মোকারম হোসেন ভুঞাসহ কয়েকজনকে নিয়ে এ কাজ করার উদ্যোগ গ্রহণ করি। গত দু’দিনের কর্মকান্ডে ইতোমধ্যেই ব্যাপক সাড়া পেয়েছি। তিনি বলেন, এখন অনেকেই আমাদের সাথে যুক্ত হওয়ার অভিপ্রায় জানিয়েছেন।
ইনশাল্লাহ করোনা বিপর্যয় দূর না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রফেসর এ এইচ মিলন, অধ্যাপক মঈনুল ইসলাম মীরু, অধ্যাপক সজীব মিয়া, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রিজ এর পরিচালক শহীদুল হক পলাশ, প্রভাষক মোঃ সাইফুল ইসলাম, শিক্ষক নুরুদ্দিন বাদশা ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।