শরীফ ইকবাল রাসেল:
জনশক্তি ও কর্মসংস্থান ব্যুারোর নির্দেশনায় নরসিংদী সরকারী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে বিএমইটি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আমাদের নরসিংদী প্রতিনিধি শরীফ ইকবাল রাসেল জানান, বৃহস্পতিবার রাতে নরসিংদীর শিবপুরে প্রশিক্ষণ কেন্দ্রের প্রাঙ্গণে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। প্রধান প্রশিক্ষক বদিউজ্জামান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক শাকিল মাহমুদ, ওকাপের জেলা ব্যবস্থাপক হালিমা আক্তার, প্রশিক্ষক দেলোয়ার হোসেন ও হান্নান মোল্লাসহ আরও অনেকে।
ফাইনাল খেলায় নরসিংদী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রকে পরাজিত করে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম জয়লাভ করে। টুর্ণামেন্টে মোট ৮টি প্রতিষ্ঠান অংশগ্রহন করে।