সুমন পালঃ বাংলাদেশের ৫১তম মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় নরসিংদীর মাধবদীতে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে। মাধবদী শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে সকাল ৮টায় ৩১বার তোপধ্বনির মাধ্যমে সূচনা করে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, পরবর্তীতে মাধবদী পৌরসভা হল রুমে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাধবদী শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ সালাহ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র ও মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। মাধবদী শহর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বাকির হোসেন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার কাউন্সিলর মোঃ রাজিব আহমেদ, মোঃ শেখ ফরিদ, মোঃ হেলাল উদ্দিন, হায়দার আলী, গৌতম ঘোষ, নওশের আলী, বাবুল ভূইয়া, ফরিদা ইয়াসমিন, ফাতেমা বেগম, মায়া রানী দেবনাথ, মাধবদী পৌরসভা ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ খবির উদ্দিন তালুকদার, মাধবদী থানা শ্রমিক লীগের সভাপতি ইকবাল হোসেন প্রধান, সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, মাধবদী শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সমীর দেবনাথ, যুগ্ন আহবায়ক মোঃ মোজাম্মেল মিয়া, মাধবদী থানা কৃষকলীগের আহবায়ক মোঃ খায়রুল ইসলাম খান, যুগ্ন আহবায়ক হাজী ইকবাল হোসেন, মাধবদী শহর কৃষক লীগের আহবায়ক হাজী আলআমিন মিয়া, যুগ্ন আহবায়ক শরীফ হোসেন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মাধবদী প্রেসক্লাবঃ সকাল ৮টায় মাধবদী প্রেসক্লাবে সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন, মিলাদ ও আলোচনার মাধ্যমে বিজয় দিবস পালন করে। এসময় মাধবদী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন ভূইয়ার সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন, সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান সিরাজ, সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী, ক্যাশিয়ার মোঃ ওবায়দুর রহমান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এ কে ফজলুল হক মিলন, সদস্য কাজী জয়নাল, মোঃ আল আমিন, সুমন পাল, দিনার চৌধুরী সহ অন্যান্য সদস্য বৃন্দ।
মাধবদী থানাঃ মাধবদী থানা পুলিশের পক্ষ থেকে পৌরসভা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সালাম প্রদর্শন ও দোয়া করা হয়। এসময় মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুজ্জামান, অফিসার ইনচার্জ তদন্ত তারিকুল ইসলাম, অফিসার ইনচার্জ অপারেশন জসিম উদ্দিন, এসআই ফরহাদ হোসেন ছোটন, এস আই আবু সিদ্দিক, এস আই মোঃ রনি ভূইয়া, এস আই মোঃ ইলিয়াস সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও অত্র এলাকার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক সংগঠন এ বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে।