সুমন পালঃ আজ ১০ ডিসেম্বর মহান বিজয়ের মাসে মেহেরপাড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল ১১টায় মেহেরপাড়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে। উক্ত সংবর্ধনা ও সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পবিত্র রঞ্জন দাস মহাদেব। নরসিংদী সদর উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম। মেহেরপাড়া ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান রতন এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাহবুবুল হাসান। সংবর্ধনা শেষে আহমাদুল কবির মাদুল কে সভাপতি ও মোঃ সোলাইমান কে সাধারণ সম্পাদক ঘোষণা করে পঞ্চাশ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা সভাপতি মোঃ জামাল বাদশা সহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর বীর মুক্তিযোদ্ধাগণ।