নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী সদর উপজেলায় সেফটি ট্যাংক থেকে আসরাফুল নামে এক শিশুর মৃত দেহ উদ্ধার করেছে। আজ শনিবার দুপুরে উপজেলার সোনাতলা উত্তর ঘোড়াদিয়া থেকে মৃত অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করে নরসিংদী ফায়ার সার্ভিসের দল। খবর পেয়ে নরসিংদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ রায়হানের নেতৃত্বে দুটি ইউনিট গিয়ে ফায়ার ফাইটার জহর আলী শ সংবাদ পেয়ে দুপুর ১২ টা ২০ মিনিটে বাচ্চাটিকে সেফটি টাংকি থেকে উদ্ধার করল নরসিংদী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার জহর আলী। শিশুটির পিতার নাম আলকাজ মিয়া। শিশুটির মৃতদেহ উদ্ধার করে নরসিংদী থানা পুলিশ এসআই মাসুদ রানার কাছে হস্তান্তর করা হয়।