হুমায়ুন মিয়া নরসিংদী : ‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে ‘ শুক্রবার (২১ অক্টোবর) ২২ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মাধবদী থানা পুলিশ গোপন সূত্রে জানতে পারে মাধবদী পৌরসভার ছোট মাধবদীর মাদক ব্যবসায়ী বাবুল মিয়া তার নিজ বাড়িতে মাদক নিয়ে অবস্থান করছেন। মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুজ্জামানের নেতৃত্বে বাবুল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে এক কেজি গাজা সহ বাবুল মিয়া এবং রুবেল (৩২) কে বাবুলের বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় সাংবাদিক ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিল। বাবুল (৪৫) সাংবাদিকদের বলেন, আমি মাদক নিজে সেবন করি এবং বিক্রি করি। অভিযানে নেতৃত্বে থাকা রকিবুজ্জামান সাংবাদিকদের বলেন, আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারি, মাদক ব্যবসায়ী বাবুল মিয়া মাদক ও তার সহযোগীসহ নিজের বাড়িতে অবস্থান করছে। সাথে সাথে আমি আমার থানার অফিসারদের নিয়ে অভিযানে আসি এবং বাবুল ও তার সহযোগী রুবেল কে এক কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করি। তিনি সাংবাদিকদের জানান, আমাদের এই মাদক বিরোধী অভিযান জিরো টলারেন্সে অব্যাহত থাকবে। তিনি বলেন, মাদক ব্যবসায়ী,মাদক সেবনকারী এবং মাদকের সহযোগীদের বলবো, মাদক ছেড়ে সৎ পথে ফিরে আসুন। অন্যথায় প্রত্যেকটি মাদক সংশ্লিষ্ট অপরাধীকে প্রচলিত আইনের আওতায় আনা হবে। এসময় অভিযানে অংশ নেওয়ায় সাংবাদিকদের কে তিনি ধন্যবাদ জানান। স্থানীয় এলাকাবাসী পুলিশের এমন অভিযানকে সাধুবাদ জানিয়ে বলেন, মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে মানুষ কে বাঁচাতে হবে। এসময় অভিযানে অংশ নেন, এসআই মুরাদ হোসেন, এসআই ফরহাদ, এসআই রণি সহ মাধবদী থানা পুলিশের অন্যান্য সদস্যরা।