নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী জেলার বালাপুর ভঙ্গাচর এলাকাটি একটি মাদক, সন্ত্রাস চাঁদাবাজ ও খুনের উর্বর ভূমি এখানে একাধিক খুন জখম হয়েছে। নরসিংদী জেলার ক্রাইম জোন মেঘনা বাজার বালাপুর ভঙ্গারচর । নরসিংদী মাধবদী থানার পাইকারচর ইউনিয়নে রয়েছে আব্দুস সালাম কে হত্যা করে ১৫ লক্ষ টাকা লুটের অভিযোগ। সরেজমিনে গিয়ে জানাযায় পাইকারচর ইউনিয়নের উত্তরচর ভাসানিয়া গ্রামের মৃতঃ আদম আলীর ছেলে হাজি আঃ সালাম (৫৫) শেখেরচর বাবুর হাটের কাপড় ব্যবসায়ী । গত ৯ ই আগস্ট সকাল অনুমান ৯.৩০ মিনিটে ব্যবসায়ীক কাজে গোপালদী বাজারে যাওয়ার পথে চর ভাসানিয়া কবরস্থানের কাছে পৌঁছালে পূর্ব থেকে ওঁত পেতে থাকা পাইকারচর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ হারুন গং ব্যাবসায়ী আঃ সালামের গতি রোধ করে সিএনজি অটো রিকশা থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং তার কাছে থাকা ১৫ লক্ষ টাকা ছিনিয়ে নেয় এবং মারধর করে রাস্তার সাইডে ফেলে দেয় । আঃ সালামের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে মাধবদী প্রাইম জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করে জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আঃ সালামকে মৃত ঘোষনা করে। তারপর নরসিংদী সদর হাসপাতালে মরদেহ পোষ্টমর্ডেম করে নিজ বাড়ীতে নিয়ে আসে। নিহত আঃ সালাম মাধবদী থানা আওয়ামী লীগের আহব্বায়ক ও পাইকারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম এর আপন চাচাতো ভাই। এব্যাপারে মাধবদী থানা আওয়ামীলীগের আহবায়ক সিরাজুল ইসলাম বলেন ঘটনার কিছু দিন আগে গোপালদী বাজারের একটি গদি থেকে সন্ত্রাসী ও মাদক ব্যাবসায়ী মোবারক কয়েক লক্ষ টাকার কাপড় চুরি করেছে এই চুরি গঠনার স্বাক্ষী হচ্ছে সালাম হাজী। এই ঘটনার জের ধরে আর ১৫ লক্ষ টাকার জন্যই সালাম হাজী কে খুন করেছে। গোপালদী বাজারে যাওয়ার পথে মোঃ হারুন মেম্বার ও মোঃ মোবারক এবং সাবেক মেম্বার আনোয়ার গং তাদের সাঙ্গোপাঙ্গ নিয়ে নির্জন কবরস্থানের পাশে গতি রোধ করে তার সাথে থাকা ১৫ লক্ষ টাকা ছিনিয়ে নেয় । আঃ সালাম এর কাছে টাকা আছে জানতে পেরে মোঃ হারুন মেম্বার গং এই ঘটনাটি ঘটিয়েছে তাদের বেদম মারপিটে আমার ভাই মারা গেছে হারুন, মোবারক, আনোয়ার মেম্বার গং এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত তাদের বিরুদ্ধে এক ডজনের উপরে মামলা রয়েছে আমি এই সন্ত্রাসী গ্রুপের ফাঁসি দাবি করছি। আঃ সালামের ছেলে সজিব বলেন, আমার বাবাকে তারা খুন করেছে এবং ডাকাতি করে ১৫ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে আমি তাদের দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি দাবি করছি। এব্যাপারে সালাম হত্যা মামলার প্রধান আসামী হারুন মেম্বারের আপন ভাতিজা ও ৪নং ওয়ার্ড মেম্বার শাহিন মিয়া বলেন সালাম হাজী খুব ভাল লোক ছিল, তাকে অহেতুক পিটিয়ে খুন ১৫ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। এই মামলা ধামাচাপা দেওয়ার জন্য সিরাজু্ল চেয়ারম্যান গংদের বিরুদ্ধে মিজান নামে এক ব্যাক্তি নসিমন গাড়িতে আহতের ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা মামলা দায়ের করে। একই বক্তব্য রাখেন হারুন মেম্বারের আরেক ভাতিজা কবির হোসেন ও আপন বড় ভাই সব্দর প্রধান। মেঘনা বাজারের প্রায় ব্যাবসায়ী বলেন সালাম হাজী খুব ভালো লোক ছিল, তাকে অহেতুক খুন করেছে। আর কিছু দিন আগে মিজান নামে এক ব্যাক্তি মেঘনা বাজারের আগে পুকুর পাড়ে দুই নসিমনের ধাক্কায় আহত হয় । এ আহতের গঠনাকে কেন্দ্র করে সালাম হাজীর পক্ষের লোকদের নামে মিথ্যা মামলা করে। আমরা এই মিথ্যা মামলার তিব্র নিন্দা জানাই।