1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz

অর্থের বিনিময় ভুল ওয়ারিশ সনদ প্রদানের অভিযোগ আমদিয়া ইউপি মেম্বারের বিরুদ্ধে

  • আপডেট সময়: সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১৯১ জন দেখেছেন

 

সুমন পালঃ বর্তমান সরকার জনগণের কথা চিন্তা করে তাদের ন্যায্য সেবা প্রদানের নিমিত্তে দেশের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ কে ডিজিটাল সেবার আওতায় আনা হয়েছে। সেই সাথে নিয়োগ দেওয়া হয়েছে উদ্দোক্তা। অথচ সেই ডিজিটাল সেবার ফাঁক দিয়ে ভুল তথ্য পরিবেশন করে স্বার্থ সিদ্ধ করছে এক শ্রেণির অসাধু চক্র। যারা মোটা অংকের অর্থের বিনিময়ে ভুল জন্ম নিবন্ধন, ওয়ারিশ সনদ, পরিচয়পত্র প্রভৃতি অনিয়ম চালিয়ে যাচ্ছে। এ রকম অনিয়ম হচ্ছে নরসিংদী জেলার আমদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। সম্প্রতি আমদিয়া ইউনিয়ন পরিষদ থেকে ইস্যু করা ওয়ারিশ সনদ থেকে জানাযায় আমদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড এর রমিজা বেগমের এক মেয়ে চার ছেলে। অথচ ওয়ারিশ সনদ প্রদান করা হয়েছে এক মেয়ে তিন ছেলের নামে। যারা ওয়ারিশ সনদ থেকে বাদ পরেছে তারা হলেন মৃত হামিদা বেগম ও ওমর আলী। যাদের উভয়ের পিতা মৃত রেয়াজ উদ্দীন। মৃত হামিদার নাম বাদ দিয়ে ওয়ারিশে লেখা হয়েছে খালাতো বোন মৃত মরিয়ম এর নাম। এ ভুল কার ? যিনি ওয়ারিশ সনদের জন্য আবেদন করেছে, যিনি লিপিবদ্ধ করেছেন, স্থানীয় ওয়ার্ড মেম্বার, ইউপি চেয়ারম্যান। এমনি প্রশ্নের জবাবে কেউ এর দায়ভার নিতে রাজি হয় নি। এ বিষয়ে কথা হয় ওমর আলীর সাথে। তিনি বলেন আমার সাথে আমার ভাই ও মেম্বার যে অনিয়ম করেছে তার বিচার চাই। সংশ্লিষ্ট ৬নং ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেন এর সাথে কথা বললে তিনি জানান এটা ভুলে হয়ে গেছে, আমি কাগজটা সংগ্রহ করেছি। যদি সংশোধন করা কাগজের জন্য কেউ আসে তখন তাকে নতুন কাগজ দিয়ে দেওয়া হবে। আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রইজ মিঠু এর সাথে বিষয়টি নিয়ে কথা বললে তিনি জানান এ বিষয় সম্পর্কে আমি অবগত নই, ওয়ারিশের ব্যাপারে মেম্বাররা সনাক্ত করে দেয়। আমি মেম্বারের সাথে কথা বলে বিষয়টা সমাধানের চেষ্টা করব।

##

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.