মকবুল হোসেন মাধবদী নরসিংদী প্রতিনিধি ঃ
বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল কর্তৃক মহানবী সা: ও আয়েশা রা:-কে অবমাননার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০জুন) বাদ জুমা আহলে সুন্নাত ওয়াল জামাত মাধবদী থানা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিলটি মাধবদী বাজার কাশিপুর বায়তুল মামুর জামে মসজিদ থেকে শুরু হয়ে মাধবদী বাজার বড় মসজিদ, পৌরসভা, বাসস্ট্যান্ড ও মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ রোড প্রদক্ষিণ করে স্কুল সুপার মার্কেট সংলগ্ন পোস্ট অফিস মোড়ে এসে এক সংক্ষিপ্ত আলোচনা শেষে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন,আহলে সুন্নাত ওয়াল জামায়াত মাধবদী থানা শাখার সভাপতি ও কাশিপুর বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা এহতেশামুল হক কাসেমী, সিনিয়র সহ-সভাপতি মুফতি আব্দুল কাদের জিলানী, সহ-সভাপতি মুফতি কাউসার আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ আলী,যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতি ইসহাক আল গাজী প্রমুখ।সভাশেষে বিশ্ব মুসলমানদের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। মকবুল হোসেন মাধবদী নরসিংদী