পলাশে ৪৮০ জন কৃষক পেল বিনামূল্যে সার ও বীজ
নাসিম আজাদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ
উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মধ্যে সোমবার (২২ নভেম্বর) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আওতায় সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী পি এ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু নাদির এস এ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার সাজেদাতুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী বৃন্দ।
বক্তারা কৃষি বান্ধব সরকারের এই প্রণোদনা কর্মসুচি গুলোর মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন।
#
নাসিম আজাদ
২২.১১.২০২১
পলাশ, নরসিংদী।