নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে এক নারীর দুই স্বামী। আর এই অভিযোগে সংবাদ সম্মেলন করেছে প্রথম স্বামীর পরিবারের সদস্যরা। আর এই অভিযোগ হলো নরসিংদী জেলার এক নারী নেত্রী তাহমিনা আক্তারের বিরোদ্ধে। এই নারী নেত্রী তাগমিনা আক্তার তার প্রথম স্বামী সৌদি প্রবাসী মোশারফ হোসেনকে তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ে করেন বলে অভিযোগ করেন মোশারফ হোসেরনর পরিবার।
আর এই অভিযোগে সংবাদ সম্মেলন করেছে প্রথম স্বামীর পরিবারের সদস্যরা। আজ ২ অক্টোবর (শনিবার) দুপুরে নরসিংদীর একটি হোটেলে সংবাদ সম্মেলনটি করে প্রথম স্বামীর পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তাহমিনার প্রথম স্বামী মোশারফ হোসেনের ছোট বোন ফারজানা আক্তার। এসময় আরো বক্তব্য রাখেন মোশারফের চাচাতো ভাই মোকছেদ আলী ও জামাল উদ্দিন।
সংবাদ সম্মেলনে জানান, জেলার রায়পুরা উপজেলার পলাশতলীর সৌদি প্রবাসী মোশারফ হোসেনের সাথে সামাজিকভাবে বিয়ে হয় একই উপজেলার তাহমিনার। বিয়ের পর তাদের দুটি সন্তানও রয়েছে। প্রথম স্বামী ও সন্তানকে রেখেই তাহমিনা গোপনে রায়হান নামের এক প্রবাসীকে বিয়ে করে। যারফলে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন মোশারফের পরিবার। সংবাদ সম্মেলনে জেলার ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।