সুমন পালঃ ” শিক্ষাই আলো, ক্রীড়াই শক্তি ” এ প্রতিপাদ্যে ১৬ফেব্রুয়ারী শুক্রবার ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা. আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।স্বাগত বক্তব্য রাখেন ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন। আরো বক্তব্য রাখেন এফবিসিসিআই পরিচালক আলহাজ্ব মো. আলী হোসেন শিশির(সিআইপি), মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজহার অমিত প্রান্ত, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. মাহবুবুল হাসান।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কুল থেকে বিগত সময়ে এস.এস.সি পরিক্ষায় জিপিএ প্রাপ্ত শিক্ষার্থী, ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোক্তাদিন ডাইং, প্রিন্টিং এন্ড ফিনিশিং মিলস্ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. জাকির হোসেন ভূইয়া, বিদ্যালয় পরিচালনা পরিষদের দাতা সদস্য আলহাজ্ব আ.কাইউম মোল্লা, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক আলহাজ্ব মো. মোতালিব হোসেন, মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আলফাজ উদ্দিন, বিদ্যালয় পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য হাজী মো. মকবুল হোসেন প্রধান, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক মো. রফিকুল ইসলাম, মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সহ অভিভাবক, শিক্ষক, ছাত্র-ছাত্রী বৃন্দ।