নিজস্ব প্রতিনিধি:
বর্তমান পরিস্থিতিতে বাজারে চাউলের বাজার নিয়ন্ত্রনে রাখতে নরসিংদী বড় বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানকালে ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অসংগতির কারনেনরসিংদী বড় বাজারের চাউল ব্যবসায়ী মেসার্স দয়াল খাজা ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নরসিংদী কার্যালয়ের সহকারী পরিচালক মো: আব্দুস সালাম এই অভিযানের নেতৃত্ব দেন।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নরসিংদী কার্যালয়ের সহকারী পরিচালক মো: আব্দুস সালাম বলেন, চাউলসহ বিভিন্ন নিত্যপণণ্যে দাম বৃদ্ধি করে বর্তমানে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরী করে সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্রঅেপচেষ্টা চালাচ্ছে। তাই এই বিষয়ে নিয়মিত বাজার মনিটরিং সহ বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে করে বাজারের ভোক্তার অধিকার ক্ষুন্ন হচ্ছে এমন অভিযোগে বিভিন্ন ব্যবসায়ীদের জরিমানার আওতায় আনা হচ্ছে।আর এই অভিযান নিয়মিত থাকবে বলে জানান তিনি।
এসময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা সহযোগিতা করেন।