বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী আন্তঃজেলা আঞ্চলিক শাখার ও নরসিংদী এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার এর সৌজন্যে,নুরালাপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ২০/৮/২০২২ইং রোজ শনিবার ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ফ্রি চিকিৎসার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন,নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাদেমুল ইসলামী ফয়সাল, উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী আন্তঃজেলা আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি মোঃ মোর্শেদ শাহরিয়ার, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নগেন্দ্র নাথ বণিক,যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃ আবুল বাসার, সদস্য মোঃ আওলাদ হোসেন, নুরালাপুর ইউনিয়ন পরিষদের সদস্যদের উপস্থিতিতে ও সহযোগিতার মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা় প্রদান শেষ হয়।ডাঃ সীমান্ত বনিক ও তার সহযোগী ডাঃ গন ফ্রি চিকিৎসা প্রদান করেন। সভাপতিত্ব করেন, আব্দুল হান্নান মানিক সভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী আন্তঃজেলা আঞ্চলিক শাখা। তিনি বলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন মানবসেবায় ১৯৮৭সন থেকে, বাংলাদেশ তথা বহির্বিশ্বে ৪১দেশে কাছ করে যাচ্ছি ।যতদিন আল্লাহ আপনাকে বাচিয়ে রাখেন,ততদিনই আমি মানবাধিকার রক্ষায় সেবা করে যাব ইনশাআল্লাহ। আমাদের সেবা সমূহ।১। সালিশী/আইনগত কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা সমাধান করা।২।বিপগ্ৰস্ত নারী ও পুরুষকে বেআইনী আটক নির্যাতন ও নিপীড়ন থেকে প্রশাসনের সহায়তায় উদ্ধার করা।৩। দূর্বৃত্তদের আক্রমনে আহত নারী ও পুরুষদের সুচিকিৎসা নিশ্চিত করা।৪। হাসপাতালে বিনা চিকিৎসায় পড়ে থাকা রোগীদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা।৫। খাদ্য দ্রব্যে ভেজাল দেওয়া বন্ধ করার ক্ষেত্রে প্রশাসনের সহায়তায় প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ গ্ৰহন করা ৬। দেশে – বিদেশে নির্বাচন পর্যবেক্ষণ করা। বাংলাদেশ মানবাধিকার কমিশন ১৯৮৭সন থেকে দেশে এবং বহির্বিশ্বে নির্বাচন পর্যবেক্ষণ করে আসছে।৭। দেশে -বিদেশে যে কোন মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করা।৮। প্রকাশনা, পোষ্টার,ব্যানার, ফেস্টুন,স্বরনিকা এবং লিফলেট প্রকাশের মাধ্যমে জনগনকে মানবাধিকার বিষয়ক কর্মকান্ডে সচেতন ও উদ্ধূদ্ধ করা।৯। রক্তদান কর্মসূচি এবং দূঃস্তদের চিকিৎসা সহায়তার মাধ্যমে মানবতার সেবায় এগিয়ে আসা।১০। দেশে যে কোন দূর্যোগ যথাক্রমেঃ ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, মহামারী, অগ্নিকাণ্ড, উদ্বস্তূ, প্রমুখ কারনে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা প্রদান করা।১১। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যথাক্রমেঃ পবিত্র ঈদ,সুজা,বড়দিনসহ ধমীর্য় প্রধান অনুষ্ঠান গুলোতে দূঃস্থ মানুষের সহায়তা করা।১১। নারী নির্যাতন, ইভটিজিং, প্রতারনা, ধর্ষন, জুলুম,জমি সংক্রান্ত হয়রানির বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রমোখ।