মনিরুজ্জামান নরসিংদীঃ নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।
রবিবার (৩০ জানুয়ারি) দুপুর বারোটায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামরুল হাসান সোহেল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ করা হয়।
করোনা মহামারী ও সংগঠনের সভাপতি কামরুল হাসান সোহেল’র অসুস্থতা জনিত কারণে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার দীর্ঘদিন পর এ সৌজন্য সাক্ষাৎ করা হয়।
এসময় সংগঠনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে উপজেলা চেয়ারম্যানের সাথে কুশল বিনিময়সহ সাংগঠনিক বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়।
এসময় মাধবদী পৌর মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম,পাইকারচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাশেম, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন রাজু, সহ-সভাপতি আশিকুর রহমান, টুটুল শিকদার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ শফিউদ্দিন খন্দকার, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ রাসেল, জেনারেল সদস্য তৌহিদুল ইসলাম খন্দকার ও রাসেল সহ উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।