সুমন পালঃ নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান আজ ৩০মে মঙ্গলবার দুপুরে মাধবদী থানার পাইকারচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে আসেন। এসময় তাঁর সাথে ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমি আক্তার রাখী ও নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীন, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্যাট অনিক সাহা।আরো উপস্থিত ছিলেন পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম, সচিব সোহরাব হোসেন, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত আসনের মহিলা সদস্য, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিদর্শনে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের খোঁজ-খবর নেন এবং উপস্থিত সবার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি সাংবাদিকদের জানান , এটা তাঁর নিয়মমাফিক তদারকি। এছাড়া পাইকারচর ইউনিয়ন পরিষদের নানাবিধ সমস্যা দূর করা সহ আরো উন্নয়ন মূলক কাজ প্রদানের আশ্বাস দেন। এই জেলা প্রশাসক পাইকারচর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ছোট বালাপুরের নাজমা আক্তার কে স্বাবলম্বী করার জন্যে সেলাই মেশিন এবং খাদিমাচরের মোঃ আনোয়ারের প্রতিবন্ধী পুত্র মোঃ সিয়ামকে হুইল চেয়ার প্রদান করেন।