মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ মার্চ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাধবদী থানা শাখার আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নরসিংদী জেলা শাখার সভাপতি রুহুল আমিন। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাধবদী থানা শাখার সভাপতি মোঃ তাজুল ইসলাম সোহাগ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম মাধবদী থানা শাখার আমির মোঃ আব্দুল আজিজ, বাংলাদেশ জামায়াতে ইসলাম মাধবদী শহর শাখার আমির মাওলানা মোঃ আমিনুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাধবদী থানা শাখার সাবেক সভাপতি হাসানুল বান্না, মোঃ আল-আমিন, নাছির উদ্দীনসহ সাবেক ও বর্তমান দায়িত্বশীলবৃন্দ।