সুমন পালঃ
গত ১২ জুন দেশের প্রথম AI প্রযুক্তি সমৃদ্ধ UHD স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল এস’ এর উদ্বোধন করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ‘চ্যানেল এস’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন। এরই ধারাবাহিকতায় সারা দেশব্যাপী প্রতিটি জেলায় উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত ৫ জুলাই শুক্রবার বাদ মাগরিব নরসিংদী জেলা প্রতিনিধি আমজাদ হোসেনের আয়োজনে ও মাধবদী প্রতিনিধি সুমন পালের সহযোগিতায় জেলার ইন্ডিপেন্ডেন্ট কলেজ অডিটোরিয়ামে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট কলেজ এর অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ, নরসিংদী কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হোসেন আলী, দৈনিক নরসিংদীর নব কণ্ঠের প্রধান সম্পাদক শান্ত বনিক, শিবপুর প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আহমেদ, নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাজিউদ্দিন আহমেদ রাজু, বাংলা টিভির জেলা প্রতিনিধি রাসেল আহমেদ, দৈনিক যায় যায় দিন পত্রিকার মাধবদী প্রতিনিধি মোহাম্মদ মুছা মিয়া, সাপ্তাহিক আরশিতে মুখ পত্রিকার প্রতিনিধি কাজী জয়নাল আবেদীন, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি সুজন বর্মন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক মন্ডলী ও সুশীল সমাজের লোকজন। অনুষ্ঠান শেষে ‘চ্যানেল এস’ এর কেক কেটে উদ্বোধন করা হয়।