সুমন পালঃ
নরসিংদী সদর উপজেলাধীন কাঠালিয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মাধবদী থানা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাঠালিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি কে হত্যার পরিকল্পনাকারী সহ দু-জনকে আটক করেছে মাধবদী থানা পুলিশ।
মামলা সূত্রে জানাযায়, পূর্ব শত্রুতার জেরধরে গত ১লা জুন বিকেলে দলীয় সভা শেষে প্রাইভেট কার নিয়ে বাড়ী ফেরার পথে নরসিংদী-মদনগঞ্জ সড়কের খনমর্দ্দী মোড় ফায়ার সার্ভিসের সামনে পৌছালে জহিরুল ইসলাম হিরন মোল্লা, আলমগীর সহ অজ্ঞাতনামা কয়েকজন বে-আইনি জনতাবদ্ধ হয়ে প্রাইভেটকারের গতিরোধ করে পিস্তল, হকিষ্টিক, ধারালো চাপাতি, ছুরি সহ বীণা আক্তারকে আটকিয়ে সাথে থাকা ইউপি সদস্য মোহাম্মদ আলীকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। অলি উল্লাহ মেম্বার এর সাথে থাকা নগদ ২৫হাজার টাকা হিরণ মোল্লা নিয়ে যায়। ঘটনার সময় বীণা আক্তার গাড়ি থেকে নামিলে হিরণ মোল্লা কাপড় চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি করে। এসময় তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে খুনের হুমকি দিয়ে চলে যায়। একই দিন সন্ধ্যায় জহিরুল ইসলাম হিরন মোল্লা নিজ বাড়িতে বসে আলমগীর ও শফিকুল এর সাথে ৫লাখ টাকার মৌখিক চুক্তিতে বীণা আক্তারকে খুন করার পরিকল্পনা করে। খুনের পরিকল্পনার কথোপকথন, ছবি ও ভিডিও আছে বলে মামলায় উল্লেখ করা হয়। মামলা দায়েরের পর মাধবদী থানা পুলিশ জহিরুল ইসলাম হিরন মোল্লা ও শফিকুলকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। মামলা নং ১০ তারিখঃ ১৪/০৬/২০২৪ইং। জহিরুল ইসলাম হিরন মোল্লা নরসিংদী জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক।