সুমন পালঃ পল্লী মঙ্গল কর্মসুচী (পিএমকে) মাধবদী শাখার আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্য সেবার কার্যক্রম প্রাথমিক চিকিৎসা, মেডিসিন, গাইনি, চক্ষু পরিক্ষা, ঔষধ ও চশমা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল বৃহস্পতিবার উত্তর বিরামপুর এলাকার শাখা কার্যালয়ে দিনব্যাপী এ স্বাস্থ্য কার্যক্রম অনুষ্ঠিত হয়। অত্র এলাকার আটশত অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ এবং চোখে কম দেখা রোগীদের মাঝে চশমা বিতরণ করা হয়েছে। সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তার দ্বারা রোগীদের সেবা প্রদান করা হয়। এসময় পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)মাধবদী শাখার ম্যানেজার মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসুচী (পিএমকে) চিফ অডিটর মোঃ আবুল কাশেম, সহকারী পরিচালক সঞ্জয় কুমার বর্ধন, সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ সফিকুর রহমান, প্রোগ্রাম ইনচার্জ(হেল্থ) মোঃ মনিরুজ্জামান, একাউন্টস অফিসার মোঃ জুয়েল আলম। স্বাস্থ্যসেবা প্রদানকারী অভিজ্ঞ ডাক্তাররা হলেন চক্ষু বিভাগের চিকিৎসক ডা: মেহেদী হাসান লিমন, মেডিসিন বিভাগের চিকিৎসক ডা: আশিকুর রহমান, গাইনী ও প্রসূতী, মেডিসিন, শিশু চিকিৎসক ডা: জেমিমা জেরিন আঁখি, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: জাহিদ হাসান, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: মোঃ সোহেল রানা। দূর-দূরান্ত থেকে আগত রোগীরা দিনভর বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করে থাকে। পল্লী মঙ্গল কর্মসুচী (পিএমকে) কর্মকর্তারা জানান, এ সংগঠন ১৯৮৮সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সারাদেশে তিনশত এর অধিক শাখার মাধ্যমে অসহায় দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সহ আমাদের স্বাস্থ্যসেবা সংগঠনের কার্যক্রম সারা দেশে চলমান রয়েছে। ভবিষ্যতেও গ্রামীণ জনগোষ্ঠীকে আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম ও ওষুধ সরবরাহ চলমান থাকবে।