সুমন পালঃ
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দু:স্থ, অসহায় অতিদরিদ্র ব্যাক্তি পরিবারকে ১০কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য চাল বিতরণ করা হয়েছে ৪এপ্রিল বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে। সরকারী বরাদ্ধের তুলনায় দরিদ্র পরিবারের সংখ্যা বেশী হওয়ায় পাইকারচর ইউপি চেয়ারম্যান নিজস্ব অর্থায়নে চাল ক্রয় করে ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করেছেন। পাইকারচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসেম জানান, সরকারী বরাদ্ধের তুলনায় আমার ইউনিয়নে দরিদ্র পরিবারের সংখ্যা বেশী হওয়ায় আমি আমার নিজস্ব অর্থায়নে বাজার থেকে চাল ক্রয় করে হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণের চেষ্টা করেছি। যাতে করে সকলে মিলেমিশে পবিত্র ঈদ-উল-ফিতর এর আনন্দ ভাগাভাগি করতে পারি। ভবিষতেও আমার ইউনিয়নের দরিদ্র খেটে খাওয়া মানুষের পাশে আমি দাঁড়াতে চাই।আমি সরকারী ভাবে ১০কেজি করে ৪শত ৪১জন ও ব্যাক্তিগত ভাবে ৩শত জন পরিবারের মাঝে চাল বিতরণ করেছি।