সুমন পালঃ
১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর নির্যাতন, নির্বিচার হত্যাযজ্ঞ ও এক সাগর রক্তের বিনিময় পাওয়া স্বাধীনতা যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে দিনটি। তারই ধারাবাহিকতায় নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উৎযাপন করা হয়। মঙ্গলবার সকাল ১০টায় মাধবদী পৌরসভা প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দেশের কল্যাণে দোয়া করা হয়। এসময় পুষ্পস্তবক অর্পণ ও দোয়ায় অংশগ্রহণ করেন মাধবদী পৌরসভার মেয়র ও মাধবদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক, মাধবদী পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও পৌর মেয়রের সাথে উপস্থিত ছিলেন মাধবদী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ খান অপূর্ব, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ, তাতিলীগ, শ্রমীকলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা। এছাড়াও সকাল ৯টায় মাধবদী প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।