শরীফ ইকবাল রাসেল:
নরসিংদীর অভিবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সাথে “অভিযোগ ব্যবস্থাপনা”বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের সিমস প্রকল্পের পক্ষ থেকে এর আয়োজন করা হয়।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক এনামুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় আরও আলোচনা করেন নরসিংদী ওয়েল ফেয়ার সেন্টারের সহকারী পরিচালক আমিনুল ইসলাম, হেলভেটাস বাংলাদেশ এর সিমস প্রকল্পের বিশেষজ্ঞ প্রেমাংশু শেখর সরকার, ওকাপের প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, সংস্থার সিএমও ঝুমুর বিশ্বাস, প্রকল্পের জেলা ব্যবস্থাপক শহিদুজ্জামান, নিরাপদ অভিবাসন প্রকল্প কর্মকর্তা মো: বাবুল হোসেন ও প্রকল্পের লিগ্যাল এইড কর্মকর্তা অতসী ঘোষসহ সাংবাদিক ভুক্তভোগী।
সভায় যে সকল অভিবাসী হয়রানী বা প্রতারনার শিকার হয়ে থাকে তাদের পরিবারের পক্ষ থেকে জেলা কর্মসংষ্থান ও জনশক্তি অফিসে দাখিলকৃত অভিযোগ দ্রুত নিষষ্পত্তির বিষয়ে বিস্থারিত আলোচনা করা হয়।