1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে ভয়াবহ অগ্নিকান্ড, ক্ষতির পরিমান কোটি টাকা “ভুয়া ডিবি পরিচয়ে’’ ডাকাতির ঘটনায় ০১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ মাধবদীতে ছাত্রদলের আয়োজনে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ মাধবদীতে বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবীতে বিক্ষোভ মিছিল চাচীর সাথে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু নরসিংদীর মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে নগদ অর্থ ও সকালের নাস্তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা ও গণ মিছিল অনুষ্ঠিত মাধবদীতে এসএসসি পরিক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩ মাধবদী বাজার ব্যবসায়ী সঞ্চয় সমিতির কমিটি গঠন, সভাপতি দেলোয়ার, সম্পাদক আইনুল, কোষাধ্যক্ষ ছাদেক শেখেরচর বাজারে আদালতের আদেশ অমান্য করেও দোকান ঘর দখলের পায়তারা

মাধবদীর মেঘনায় নিখোঁজ ইমনসহ দুজনের লাশ উদ্ধার

  • আপডেট সময়: রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৪৮ জন দেখেছেন

 

সুমন পালঃ
মাধবদীর মেঘনা নদীতে নিখোঁজ এক কিশোরকে উদ্ধারে দ্বিতীয় দিনের অভিযানে নেমে কিশোর ইমনসহ অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। আজ রোববার দুপুরে সদর উপজেলার মাধবদীর উত্তর চরভাসানিয়া এলাকার মেঘনা নদী থেকে তাঁদের দুজনের লাশ উদ্ধার করা হয়। নদী থেকে উদ্ধার হওয়া লাশ গতকালকে ডুবে যাওয়া ওই কিশোরের নাম ইমন মিয়া (১৬)। সে সদর উপজেলার মাধবদী পৌরসভার উত্তর বিরামপুর এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। অন্যদিকে উদ্ধার হওয়া আরেক যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক (৩৫)। গতকাল শনিবার দুপুরে মাধবদীর উত্তর বিরামপুর এলাকা থেকে ইমন, সাব্বির ও আবদুল্লাহ নামের তিন কিশোর মেঘনা নদীর পাড়ে ঘুরতে এসেছিল। বেলা একটার দিকে তারা তিনজনই মেঘনা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তারা তিনজনই নদীতে তলিয়ে যেতে শুরু করে। এ সময় একটি বনভোজনের নৌকা পাশ দিয়ে যাচ্ছিল। কিশোরদের নদীতে তলিয়ে যাওয়ার দৃশ্য চোখে পড়ে ওই নৌকার মাঝির। তিনি একটি ফুটবল ছুড়ে মারেন এবং লাফিয়ে পড়ে তাদের উদ্ধারের চেষ্টা চালান। ওই ফুটবল ধরে একজন ভেসে থাকে এবং আরেকজনকে ধরে তুলে নিয়ে আসেন ওই মাঝি। এরই মধ্যে ইমন নদীর পানিতে তলিয়ে যায়। নিখোঁজ কিশোর ইমনকে উদ্ধারের জন্য ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যদের নিয়ে অভিযানে নামে নৌ–পুলিশ। তবে গতকাল ইমনের কোনো সন্ধান মেলেনি। আজ সকাল থেকে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হয়েছিল। বেলা ১১টার দিকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ ভেসে ওঠে। এ সময় তাঁর লাশ উদ্ধার করে তীরে তুলে আনা হয়। পরে বেলা একটার দিকে নিখোঁজ কিশোর ইমনের লাশও উদ্ধার করা হয়। ভঙ্গারচর নৌ–পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আমীরুল হক সিকদার বলেন, নিখোঁজের ২৪ ঘণ্টা পর ইমন নামের ওই কিশোরের লাশ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া দুজনেরই লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। অজ্ঞাতনামা ওই যুবকের লাশের পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.