সুমন পালঃ “শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এই মূল মন্ত্রে নরসিংদী সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী সদর উপজেলা সমাবেশ ২০২২ আজ ২৩ নভেম্বর বুধবার জেলা আনসার ও ভিডিপি কার্যালয় (ট্রেনিং শেড) অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলা কমান্ড্যান্ট তানজিনা বলে বিনতে এরশাদ। বেলাব উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুরাইয়া বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুমমুন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক মাধবদী শাখার ব্যবস্থাপক মোখলেছুর রহমান মিলন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা(ভারপ্রাপ্ত) আনসার ও ভিডিপি কর্মকর্তা লুৎফর নাহার লতিফা। নরসিংদী সদর উপজেলা প্রশিক্ষক সঞ্জয় কুমার দাস এর তত্বাবধানে অনুষ্ঠানে আগত সকল অতিথিদের ফুল ও ক্রেষ্ট উপহার দেওয়া হয়। সমাবেশে নরসিংদী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা / দলনেত্রীদের বিভিন্ন সময় ভালো কাজের উপহার স্বরুপ বাইসাইকেল, গিফট বক্স ও ছাতা প্রদান করা হয়। উক্ত সমাবেশে নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার প্রশিক্ষক ও প্রশিক্ষিকা গন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সরকারের নির্দেশিত সকল কাজে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করতে হবে।
##