সুমন পালঃ মাধবদীতে মোহনা টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে আজ ১১নভেম্বর বিকেলে মাধবদী প্রেসক্লাব হল রুমে। মোহনা টেলিভিশন দর্শক ফোরাম এর আয়োজনে নরসিংদী জেলা (দক্ষিণ) এর মোহনা টেলিভিশনের প্রতিনিধি মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বাবুরহাট বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া। মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হোসেন আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক মো: আল আমিন রহমান। আরো উপস্থিত ছিলেন নরসিংদী সমাচার পত্রিকার প্রকাশক ও সম্পাদক এ.কে ফজলুল হক, খোরাক পত্রিকার প্রকাশক মোহাঃ শেখ সাদী, খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল হক খোকন, ক্লাবের সিনিয়র সহ সভাপতি মশিউর রহমান সিরাজ, সহ সভাপতি আবুল হাসনাত মাসুম, কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান, সাহিত্য ও ক্রিড়া সম্পাদক ফজলুল হক মিলন, সদস্য ও বিজয় টিভির মাধবদী প্রতিনিধি মো: জাকারিয়া, চ্যানেল এস টিভির মাধবদী প্রতিনিধি সুমন পাল, মাই টিভির জেলা প্রতিনিধি তৌহিদুর রহমান, মাধবদী পৌরসভার সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর আমেনা বেগম জোসনা, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার জেলা প্রতিনিধি মো: সালাউদ্দিন, মাধবদী শহর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাসুম পারভেজ প্রমুখ।