মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদীতে নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া হয়েছে। আজ ২ নভেম্বর সকাল ১০টা থেকে স্কুলে শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হয়। টিকা প্রদানের সময় অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষনীয়। এসময় উপস্থিত ছিলেন নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাদেমুল ইসলাম ফয়সাল, নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার মাহমুদা, সহকারী শিক্ষক মোসাঃ পারুল বেগম, আছিয়া বেগম, মোক্তার হোসেন, নাছরিন আক্তার, এমরান হোসেন, মাসুম মিয়া, নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ মুছা মিয়া প্রমূখ। নরসিংদী সদর উপজেলার স্বাস্থ্য সহকারী মোঃ মোস্তফা কামাল ও রাসেদুল হাসান শিক্ষার্থীদের টিকা প্রদান করেন।