সুমন পালঃ নরসিংদীর আমদিয়ার বেলাব গ্রামে গত ২৬জুন রাত পনে ১১টায় পূর্ব শত্রুতার জেরধরে তিন রাস্তার মোড় ছগিরের দোকানের সামনে ইয়াকুব দেওয়ান (৩২) ও আবুল হোসেন (৩০) কে পেয়ে আগে থেকে উৎপেতে থাকা মৃত রমজান আলীর ছেলে মকবুল হোসেন বাচ্চু (৫৫), তোফাজ্জল হোসেন মঞ্জুর ছেলে কমল মিয়া (২৫), শ্যামল মিয়া (২২), সুমন মিয়া(৩৫), বাবুলের ছেলে রকিব মিয়া (২২), আব্দর রশিদ এর ছেলে মাহাবুব (৩৫), তাহের আলীর ছেলে অন্তর মিয়া (১৯), রমজান আলীর ছেলে বাবুল মিয়া (৪৫) সহ অজ্ঞাতনামা ৬/৭ জন দেশীয় অস্ত্র রামদা, চাপাতি, ছুরি, লাঠি প্রভৃতি নিয়ে তাদের উপর হামলা চালিয়ে দুজনকে রক্তাক্ত জখম করে ও তাদের সাথে থাকা নগদ ১৭হাজার ৫শত টাকা নিয়ে যায়। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াকুবের অবস্থা গুরুতর দেখিয়া ঢামেল হাসপাতালে প্রেরণ করে। এসব তথ্য পাওয়া যায় মাধবদী থানায় অভিযোগের প্রেক্ষিতে।