নরসিংদী প্রতিনিধিঃ- আগে পুলিশকে দেখলে মানুষ শত্রু মনে করত। বর্তমানে নরসিংদী শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন মিয়ার ব্যাবহারে শিবপুর বাসি পুলিশকে জনগনের বন্ধু ভাবতে শুরু করছে। সালাউদ্দিন মিয়ার নির্দেশে শিবপুর মডেল থানার সকল পুলিশের সুন্দর ব্যাবহারে এমটিই মনে করছে শিবপুর বাসি বলে জানান শিবপুরের সুধিজনরা। তারা আরও জানান,ওসি সালাউদ্দিন মিয়া শিবপুর বাসির প্রতিটি মানুষের সুঃখ দুঃখের কথা মনদিয়ে শুনেন এবং কোন প্রকার হয়রানী ছাড়া সহজে সমাধান দিয়ে দেন। এতে শিবপুর বাসি উপকৃত হচ্ছে। যে খানে অপরাধ সেখানেই তিনি প্রতিরোধ গড়ে তুলছেন। কোন অপরাধীকে তিনি ছাড় দিচ্ছেন না । এতে শিবপুরের জনগন নিরাপর্ত্তায় দিন যাপন করতে পারছেন বলে মনে করেন তারা। ওসি সালাউদ্দিন মিয়া জানান,পুলিশ নিয়ে মানুষের যে ভুল ধারনা আমি তা থেকে বেড়িয়ে শিবপুর বাসিকে বুঝাতে চাই পুলিশ জনগনের বন্ধু। তাই আমি শিবপুর থানায় যোগদান করার পর থেকে শিবপুরের প্রতিটি অফিসার সহ কনস্টবল সকলকে বলে দিয়েছি জনগনের সাথে ভাল ব্যাবহার করতে হবে। জনগন যেন বুঝে পুলিশ জনগনের বন্ধু। তাছাড়া শিবপুর যাতে কোন ধরনের অপরাধ সংগঠিত না হতে পারে সেই জন্য পূর্ব থেকেই আমার থানার সকল অফিসারকে প্রস্তুত রাখি। তবে জনগন পুলিশকে সহযোগিতা না করলে পুলিশের পক্ষে একা সম্ভব নয় আইন শৃংখলা নিয়ন্ত্রন করা। আমি শিবপুর বাসিকে ধন্যবাদ জানাই আমাকে সকলেই সহযোগিতা করায় আমার পক্ষে আইনশৃংখলা নিয়ন্ত্রনে রাখা সম্ভব হয়েছে।