নাসিম আজাদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃবাল্য বিবাহ, ইভটিজিং,নারীর প্রতি বৈষম্য মুলক আচরণ আচরণ নির্মুল,নারী ও শিশু পাচার রোধে সচেতনতা মুলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
পলাশ উপজেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে পলাশ পাইলট উচ্চ বিদ্যালয়ের সন্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।
পলাশ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুজ্জামান খান,সিনিয়র শিক্ষক ছাবিকুর নাহার, প্রদীপ কুমার দাস সহ বিদ্যালয়ের ছাত্রী, গণমাধ্যম কর্মী ও স্থানীয় জনপ্রতিনিধগন।
#
নাসিম আজাদ
০৯.১২.২০২১
০১৭৩৩৭৮৯৫০৮
পলাশ, নরসিংদী।