1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
এ সরকার সংস্কারের নামে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করছে ……………. খায়রুল কবির খোকন মাধবদী থানা কৃষক দলের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল বাহাদুরপুর ঈদগাহ ও গোরস্থান কার্যকরী পরিষদের সভাপতি হারুন, সেক্রেটারি আজিজ মেহেরপাড়ায় মাদক, সন্ত্রাস, জুয়া, ইভটিজিং ও চুরি ছিনতাই এর বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা মাধবদীতে ভয়াবহ অগ্নিকান্ড, ক্ষতির পরিমান কোটি টাকা “ভুয়া ডিবি পরিচয়ে’’ ডাকাতির ঘটনায় ০১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ মাধবদীতে ছাত্রদলের আয়োজনে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ মাধবদীতে বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবীতে বিক্ষোভ মিছিল চাচীর সাথে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু নরসিংদীর মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে নগদ অর্থ ও সকালের নাস্তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে যেই জয়লাভ করুক মেনে নেওয়ার ঘোষণা দেন মাধবদীর কাঠালিয়ার স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান

  • আপডেট সময়: সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ১৮২ জন দেখেছেন

হুমায়ুন মিয়া নরসিংদী ঃ সারা দেশের ন্যায় মাধবদী থানার কাঠালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনেও চলছে প্রার্থীদের ব্যাপক প্রচার-প্রচারণা। ভোটারদের মাঝেও বইছে আনন্দ -উৎসব। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী।

তাদের মধ্যে চশমা প্রতিক নিয়ে নির্বাচন করছেন, মোঃ আক্তারুজ্জামান। সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা৩০ মিনিটে মৈশাদী মুনসী বাড়িতে ভোটারদের সাথে সাক্ষাত ও দোয়া চাইতে গিয়ে বলেন,যদি আগামী (২৮ নভেম্বর) ভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয় তবে আমি শতভাগ আশাবাদী আমি বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, দীর্ঘ সময় যাবৎ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। আমি ভোটারদের ধারে ধারে যাচ্ছি এবং তারা আমাকে প্রশ্ন করেন তারা তাদের নিজের ভোটটি দিতে পারবেন কিনা (?) আমি তাদের আশ্বস্ত করে বলেছি, আমি বিশ্বাস করি সরকার ও প্রশাসন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবেন।
তিনি আরও বলেন, নির্বাচনে যদি জনগণের ভোটে জয়লাভ করা যায় তাতে মনে যে আনন্দ থাকে এবং জনগণের প্রতি যে দায়িত্বশীলতা বেড়ে যায় তা রাতের আঁধারে নির্বাচিতদের ক্ষেত্রে হয় না। আপনারা সুষ্ঠু নির্বাচন চান কিনা এমন প্রশ্নের জবাবে উপস্থিত জনসাধারণ হা সূচক জবাব দেওয়ার পাশাপাশি বিজয় চিহ্ন দেখান।

তিনি আবারও জোর দিয়ে বলেন, সুষ্ঠু, শান্তি পূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদী আমি বিজয় লাভ করবো। তিনি নির্বাচিত হলে, জনসাধারণ কে সাথে নিয়ে একটি মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি ও দেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.