মাহাবুবুর রহমান:- অনুসন্ধানে দেখা যায়,নরসিংদী শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়ন জনপ্রিয়তার শীর্ষে। এ ইউনিয়নের ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে এবং সালিশের ক্ষেত্রে চেয়ারম্যান নিরপেক্ষ হিসাবে অত্যান্ত গুরুত্ব পূর্ণ ভূমিকা রেখেছেন।
চেয়ারম্যান বেনু মিয়া বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মে। আমি চক্রধা ইউনিয়নের মানুষের কাছে সেবক হিসেবে সারা জীবন থাকতে চায়। দীর্ঘ দিন শিবপুর পৌরসভার সীমানা জটিলতার মামলার কারনে নির্বাচন হচ্ছে না। আমি নির্বাচনের পক্ষে আমি চাই জটিলতা নিরসন করে নির্বাচন করা হওক।
স্থানীয়রা বলেন বেনু মিয়া আমাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। যদি চক্রধা ইউনিয়নে নির্বাচন হয় তখন দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে আবারও তাকে আমরা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
মাহাবুবুর রহমান
০৬-১১-২১