সুমন পালঃ নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম (পিপিএম) আজ বিকেলে নরসিংদী সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের নুরালাপুর গ্রামে হতদরিদ্র পরিবারের জন্য গৃহ নির্মাণ প্রকল্পে বৃক্ষ রোপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত কর্মসূচি’র ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশের আইজিপি এর উদ্দ্যোগে হতদরিদ্র পরিবারের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় বাংলাদেশে প্রতিটি থানায় গৃহ নির্মাণ প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে নুরালাপুর ইউনিয়নে গৃহ নির্মাণ প্রকল্পের চারপাশে বিভিন্ন ফলজ, বনজ বৃক্ষের চারা রোপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাদেমুল ইসলাম ফয়সাল, নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এনামুল হক সাগর, নরসিংদী সদর সার্কেল সাহেদ আহমেদ, মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সৈয়দুজ্জামান, নুরালাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়সাল বিন ইসলাম, ইউপি সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
##
সুমন পাল
মাধবদী