
মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী-০২ (পলাশ) আসনের মাধবদী থানার অন্তর্গত মেহেরপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নির্বাচনী সভায় তাঁতীদলের সভাপতি বখতিয়ারের নেতৃত্বে হামলার ঘটনায় মাধবদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর ও থানা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। মাধবদী বাজারের জালপট্টি মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-সিলেট মহাসড়কে গিয়ে মিলিত হয়। পুরাতন বাসস্ট্যান্ডের রাইন ওকে জামে মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়। বক্তারা নির্বাচনী সভায় হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত বিচারের দাবি করেন।
বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার আমীর মাওলানা আমিনুল হক, থানা শাখার সেক্রেটারী জাফর উল্লাহ খান, শহর শাখার সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন ভূইয়া, নরসিংদী জেলা শাখা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারী জামাল হোসেন, মেহেরপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর শাহান উল্লাহ, নুরালাপুর ইউনিয়ন জামায়াতের আমীর আবু হানিফ, জামায়াতের মাধবদী শহর শাখার নেতা আলতাফ হোসেন, শফিউদ্দিন মোল্লা প্রমূখ।
উল্লেখ্য, এর আগে বুধবার (৩ ডিসেম্বর) মেহেরপাড়া ইউনিয়নের সেখেরচর বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সন্ধ্যা ৬টার দিকে বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। ওই হামলায় অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।