
সুমন পালঃ
আনন্দী যুব সমাজের উদ্দ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ১৯ অক্টোবর রবিবার বিকেলে আনন্দী অরবিট সংলগ্ন মাঠে।
উক্ত ফুটবল খেলার উদ্বোধন করেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মাধবদী শহর যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিঃ মোঃ মফিজুল ইসলাম। মাধবদী শহর ছাত্রদলের সুমন আহাম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য ও নরসিংদী সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক কাজী ওয়াসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সজিব ভূইয়া, মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য মোঃ আলামিন মিয়া, নুরালাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ইয়াসিন প্রধান, নুরালাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাইদুল হক, মহিষাশুড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মহিন ভূইয়া, নরসিংদী জেলা সাইবার দলের সভাপতি এস এম তরিকুল ইসলাম ইতি, মাধবদী শহর ছাত্রদলের নেসার আহাম্মেদ মুন্না, মাধবদী কলেজ ছাত্রদলের জাহিদুল ইসলাম রুস্তম, মাধবদী থানা ছাত্রদলের মোঃ কাজী সুমন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী থানা শ্রমিক দলের আহবায়ক আব্দুল লতিফ মিয়া, মাধবদী পৌরসভা ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহব্বত আলী, মাধবদী শহর যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক আপন। সার্বিক তত্বাবধানে ছিলেন সিয়াম, সাকিব, শাহজাহান আহম্মেদ পরান প্রমুখ। প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহণ করেন আনন্দী কিং ও আনন্দী লায়ন। নির্ধারিত সময়ে ১- শূন্য গোলে আনন্দী লায়ন জয়ী হয়।
উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন উপস্থিত অতিথি বৃন্দ।