সুমন পালঃ
নরসিংদীর মাধবদীতে এম এম কে ডাইং, প্রিন্টিং এন্ড ফিনিশিং মিলস এর আরো একটি ব্যাবসা প্রতিষ্ঠান আত্ন প্রকাশ করেছে। বাহারী রকমের বিভিন্ন ধরনের উন্নত মানের কাপড়ের কালেকশনে গত ৩১ জুলাই বৃহস্পতিবার মাধবদী বাজার আনন্দী চৌরাস্তা মোড়ে এম,এম, কে টাওয়ারের ৩য় তলায় উদ্বোধন করা হয়েছে বসন্তের দোকান ব্যবসায় প্রতিষ্ঠান।
এ কাপড়ের দোকানে রয়েছে ভিন্নতার ছোয়া। নিজস্ব ডাইং ও প্রিন্টিং মেশিনে অধুনিকতার ছোয়ায় রং ও কাপড়ের গুনগতমান অটুট রেখে প্রস্তুত করা হয়েছে। আধুনিক মানসম্মত টেকসই এর অঙ্গীকার নিয়ে প্রস্তুত করা কাপড় বিস্তৃতি পাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। এম,এম, কে ডাইং এর এম ডি আলহাজ্ব আবদুল মোমেন মোল্লার ছোট ভাই মাছুম মোল্লার বড় ছেলে মোঃ ইব্রাহিম মোল্লার তত্বাবধানে বসন্তের দোকান উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহীম মোল্লার দাদা আলহাজ্ব মোঃ লাল মিয়া মোল্লা, এম এম কে ডাইং এন্ড প্রিন্টিং মিলের এম,ডি আলহাজ্ব আবদুল মোমেন মোল্লা, এম,এম,কে ডাইং এর পরিচালক আলহাজ্ব মাসুম মোল্লা, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল কাইয়ুম মোল্লা, ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, মাধবদী বাজার ব্যবসায়ী মাহে আলম চৌধুরী, হাজী আবু তাহের ভূইয়া, হাজী দেলোয়ার হোসেন, হাজী রফিক, আব্দুল বাতেন, কামাল হোসেন, রোকেয়া বেগম আদর্শ আলিয়া মহিলা মাদরাসা প্রিন্সিপাল মনিরুল ইসলাম, বায়তুল নুর জামে মসজিদ খতিব লোকমান হোসেন, মোয়াজ্জেম ইসমাইল হোসেন প্রমুখ।