সুমন পালঃ
“লাগাবো গাছ গড়বো দেশ, সবুজ হবে বাংলাদেশ” এ স্লোগানে জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে ১৫টি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় ৩ জুলাই বৃহস্পতিবার সকালে। ভগিরথপুর মাদ্রাসা মাঠে কর্মসূচির উদ্বোধন করেন জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেন ভূঁইয়া। চারা বৃক্ষের মধ্যে ছিল আম, নিম, আকাশী, কাঠাল, মেহগনি। জাকির হোসেন ভূঁইয়া তার বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচির কার্যক্রম চলমান থাকবে।
বিভিন্ন প্রতিষ্ঠানে চারা বিতরণের সময় চারা পরিবহন ও রোপন খরচ এবং রক্ষণাবেক্ষণের জন্য খুটি দেওয়া হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হোসেন আলী সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ। চারা বিতরণকৃত প্রতিষ্ঠান গুলো হলো কুড়ের পাড় কেরাতুল কোরআন মাদ্রাসা, চৌয়া সামাজিক কবরস্থান, রমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, চৌয়া প্রাথমিক বিদ্যালয়, ভগিরথপুর এবতেদিয়া মাদ্রাসা, পাঁচদোনা সার কেজি গুপ্ত উচ্চ বিদ্যালয়, মেহেরপাড়া ঈদগাহ মাঠ, চৌয়া এবতেদিয়া মাদ্রাসা, ভগিরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘির পাড় দাখিল মাদ্রাসা, হাজী বাদল সাহেবের মাদ্রাসা, সাগরদি কবরস্থান মাদ্রাসা, ইসলামাবাদ দাখিল মাদ্রাসা, দরগাবাড়ী মাদ্রাসা, মাধবদী এস পি ইনস্টিটিউশন।