সুমন পালঃ
র্যাব-১১, সিপিএসসি নরসিংদী কার্যালয়ে ৩মে শনিবার ক্যাম্প কমান্ডার মেজর সাদমান ইবনে আলম প্রেস রিলিজ এর মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্পের আভিযানিক দল ২রা মে নরসিংদী জেলার মাধবদী থানাধীন খনমর্দি মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৯৭ বোতল ফেন্সিডিলসহ মো: হৃদয় (২৩), পিতা- মো: সোহরাব হোসেন, মাতাঃ ঝর্না বেগম, সাং- কাউরিয়া পাড়া, মো: রবিন খান (৩৫), পিতা-মৃত ফিরোজ খান, মাতাঃ মরিয়ম বেগম, সাং-ব্রাহ্মনপাড়া, নরসিংদীদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের ব্যবহৃত ২ টি মোবাইল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেটকার আটক করা হয়। প্রাইভেট কারের তল্লাশি করে ব্যাক ডালার ভিতরে ফলমূলের সহিত অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহন করে নিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তাহারা পেশাদার মাদক ব্যবসায়ী। তাহারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হইতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে নরসিংদী জেলার বিভিন্নস্থানে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আসামিদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মাধবদী থানা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।