সুমন পালঃ
মাধবদী থানাধীন মেহেরপাড়া দক্ষিণ চৌয়া যুব সমাজের উদ্যোগে রাফিউদ্দিন সুজন ও আমজাদ হোসেন এর তত্বাবধানে মাদক, সন্ত্রাস, জুয়া, ইভটিজিং ও চুরি ছিনতাই এর বিরুদ্ধে প্রতিবাদ ও সামাজিক উন্নয়ন মূলক আলোচনা সভা ২০ এপ্রিল রবিবার চৌয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা যুবদলের মৎস ও পশু পালন সম্পাদক মোঃ জাহিদ হাসান। আরো উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন সহকারী বিট অফিসার এএসআই হুমায়ুন, এসআই আল আমিন, আইনজীবী রায়হান উদ্দিন, মেহেদী হাসান প্রান্ত, শিক্ষক ইয়াকুব আলী, সাংবাদিক সুমন পাল, ছাত্র ও যুব সমাজের রিটু আহমেদ, মোঃ তোফাজ্জল, আব্দুর রউফ মিয়া, মোঃ রিপন, জয়নাল আবেদীন, মোঃ ইউসুফ, কামাল হোসেন, জাকির হোসেন, মুছা মিয়া, আশ্রব আলী, মোঃ তানভীর প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমরা আমাদের এলাকা থেকে সন্ত্রাস, জুয়া, ইভটিজিং ও চুরি ছিনতাই বন্ধ করতে চাই। এজন্য সকলে একত্রিত হয়ে ঐক্য গড়ে তুলতে হবে। সেই সাথে মাধবদী থানা পুলিশের সহযোগিতা চাওয়া হয়।