সুমন পালঃ
নরসিংদী জেলার মাধবদী থানা পুলিশ ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে মাধবদী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে গত ৭সেপ্টেম্বর সন্ধ্যায় পাথরপাড়া এলাকায় কতিপয় ব্যাক্তি মাদকদ্রব্য বিক্রি করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই তাপস কান্তি রায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে পাথরপাড়া আলতাফ স্টোরের সামনে থেকে আলমগীর (২৮) নামে একজনকে আটক করে। এসময় আটককৃতের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ৩শত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামী মাধবদী থানার চৌয়া গ্রামের সোলমানের ছেলে। আলমগীরের বিরুদ্ধে মাধবদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৭।