সুমন পালঃ মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের আয়োজনে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী আজ ১৭মার্চ শুক্রবার সকাল ১১টায় স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অস্থায়ী ভাবে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে কলেজ হল রুমে বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র ও আজীবন দাতা সদস্য হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজে এর অধ্যক্ষ মোঃ হারুনুর রাশীদ শাহ ফকির এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অত্র স্কুল এন্ড কলেজ এর অভিভাবক সদস্য হাজী আলাউদ্দীন আল আজাদ, মোঃ ইব্রাহিম মিয়া, সহকারী প্রধান শিক্ষক মিটন কুমার সাহা, শিক্ষক প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, মোঃ আতাউর রহমান, মোঃ হাছান আলী মিয়া, মাধবদী পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর গৌতম ঘোষ সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।
##