সুমন পাল ঃ নরসিংদীর মাধবদী বস্ত্র ও পক্রিয়াকরণ কেন্দ্র আজ ২৫ আগষ্ট দুপুরে পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী, নারায়ণগঞ্জ-১ আসনের এম.পি গোলাম দস্তগীর গাজী। এসময় তিনি বস্ত্র প্রক্রিয়া করণ কেন্দ্রের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান এ এলাকার সাধারণ তাতীদের কথা চিন্তা করে এ বস্ত্র ও প্রক্রিয়াকরণ কেন্দ্রটি চালু করা হয়েছে। সাধারণ তাতীরা যাতে স্বল্প খরচে তাদের উৎপাদিত কাপড় রং, ডাইং ও গ্রে সাদা করে বিক্রি করে তাদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারে সেজন্য এখানে আধুনিক মানসম্পন্ন মেশিন স্থাপন করা হয়েছে। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ তাতঁবোর্ড চেয়ারম্যান(অতিরিক্ত সচিব) মোঃ রেজাউল করিম, সদস্য(ওএন্ডএম) আব্দুল্লাহ আল মামুন, নরসিংদী ও গাজীপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী মোরশেদ, বস্ত্র ও পক্রিয়াকরণ কেন্দ্র মাধবদী নরসিংদীর প্রধান হিসাব রক্ষক সুকুমার চন্দ্র সাহা, জি এম কামনা শীষ দাস, প্রধান পরিকল্পনা ও বাস্তবায়ন আইয়ুব আলী, উপ মহাব্যবস্থাপক (অপারেশন) মন্জুরুল ইসলাম, এ.জিম সিপিসি শরীফ আল মাহমুদ, হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফ প্রমুখ ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।