সুমন পাল: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন আজ ১৭মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় শেখেরচর বাজার(বাবুরহাট) বণিক সমিতি ধুমকেতু মাঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি.এম.তালেব হোসেন। শিলমান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও শেখেরচর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোমেন সরকার, শেখেরচর বাজার বণিক সমিতির সিনিয়র সহ সভাপতি আব্দুল বারী, সহ সভাপতি আব্দুল আলী, সহ সভাপতি মো: মোতালিব মিয়া, সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান ভূইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কাসেম, যুগ্ন সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ চৌধুরী, পরিচালক সেলিম আহমেদ, মাধবদী মার্চেন্ট এসোসিয়েশন এর সহসভাপতি আলহাজ্ব মো: নুরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে দোয়া ও কেক কাটা হয়। এছাড়াও পথশিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।