নরসিংদী প্রতিনিধি:Ñচতুর্থ ধাপে নির্বাচনকে সামনে রেখে সোমবার বিকালে মনোহরদী উপজেলায় একদুয়ারিয়া ইউনিয়নে হাতিদিয়া বাসস্টেন্ড নৌকা সমর্থীত চেয়ারম্যান প্রার্থী আনিসুজ্জামান মিটুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। তরিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলার আওয়ামী লীগের সভাপতি এড.ফজলু হক,সাধারন সম্পাদক বাবু পিয়াশিশ রায় এবং প্রার্থী আনিসুজ্জামান মিটুল সহ ইউনিয়নের আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
এ সময় জি এম তালেব হোসেন একদুয়ারিয়া ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান বিদ্রোহী প্রার্থী মোল্লা রফিকুল ফারুককে মনোহরদী উপজেলার সাংগঠনিক পদ থেকে এবং মোর্শেদ আলম নীলুকে মনোহরদী উপজেলার আওয়ামীলীগের সদস্য পদ থেকে কেন্দ্রের নির্দেশে দল থেকে চিরতরে বহিস্কারে ঘোষনা দেন।